পদ্মা সেতু রেল প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

কালের সংবাদ ডেস্কঃ  পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করেছেন মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১১টার কিছু পরেই সেখানে পৌঁছান ও এর আগে সকাল সোয়া ১০টার দিকে সরকারি বাসভবন গণভবন থেকে মাওয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

মাওয়া অংশের উদ্বোধনের পর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যান প্রধানমন্ত্রী। সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ চলে গেছে ১৭২ কিলোমিটার। এর শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ।

সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.