জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে সদর উপজেলা থেকে ১৫০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারী গ্রেফতার করেছে জয়পুরহাট (র‍্যাব)- ৫।

বুধবার (৬ সেপেটেম্বর) গভীর রাতে জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালা বদ্ধ ঘরের ভেতর থেকে গাঁজার চালান জব্দ করা হয়।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব ৫ অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন যারা চিত্রাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মন্ডল (৩২)।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজার একটি বড় চালান এসেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পৌর এলাকায় চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ ঘরের ভেতর হতে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান জব্দ করা গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছেন তারা। গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট নওগাঁও দিনাজপুরসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

জয়পুরহাট সদর থানায়, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.