জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে না

কালের সংবাদ ডেস্কঃ পুলিশের পক্ষ থেকে নারী আইনজীবীদের শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করা হয়েছে।

ঐ সময় পুলিশ ও আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

মিছিলটি মেইন রোডের সামনে আসলে আমরা (পুলিশ) তাদেরকে রাস্তায় আসতে বারণ করি। কিন্তু তারপরেও তারা চলে আসেন এবং আমাদেরকে ধাক্কা দেন তাতে ৪/৫ জন পুলিশ আহত হয়। হামলার পর বারের সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেন আইনজীবীরা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, সাদা পোশাক পরা পুলিশ অতর্কিতভাবে হামলা করে। এ সময় আমাদের ২০/২৫ জন নারী আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে এবং সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা নারী আইনজীবীদের গায়ে হাত দিয়েছে ও শ্লীলতাহানিও করেছে।

গণতন্ত্রকামী আইনজীবীদের ওপর এ হামলা আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর হামলা। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির নির্দেশে আইনজীবীদের ওপর এ হামলা করা হয়েছে। আমরা এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আইনজীবীরা প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন পর্যন্ত সরকারের পতন না হবে ততদিন তারা ঘরে ফিরে যাবে না।

Leave a Reply

Your email address will not be published.