জয়পুরহাটে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও হাইড্রোলিক হর্ণ জব্দ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে জয়পুরহাটের হিচমী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। সে সময় ৬ টি হাইড্রলিক হর্ণও ধ্বংস করা হয়।
মঙ্গলবার(২৮নভেম্বর)দুপুরে এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট (সংস্থাপন জেনারেল সার্টিফিকেট) মোঃ হাবেল উদ্দিন এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) আজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, নমুনা সংগ্রহকারী এ কে এম জিয়াউল হক ও পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট মোঃ হাবেল উদ্দিন বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে  মামলা দেয়া হয়েছে। সেই সাথে দেড় হাজার টাকা জরিমানার পাশাপাশি ধ্বংস করা হয় ৬টি হাইড্রোলিক হর্ণ।
এসময় শব্দ দূষণ বিরোধী লিফলেটও বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.