দিনাজপুর সদর উপজেলার দিঘন গ্রামের রাস্তার মাটি বিক্রি ও নদীর জমি দখল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলার ৪ নং শেখপুরা ইউনিয়নের দিঘন নিবাসী মরহুম পামর আলীর পুত্র মো: আমজাদ আলী শক্ত খুটির জোড়ে গর্ভেশ্বরী নদীর প্রায় ৩ একর জমি নিজেদের ভাইদের মধ্যে জনৈক মকিমা খাতুনের প্রাপ্ত লিজ হতে ক্রয় করে দখলে রেখেছেন বলে একটি দলিল মাধ্যম জানা যায়। গত ১ লা ফেব্রুয়ারী ২০২৪ দুপুর ১২ টার দিকে উক্ত স্থান যাওয়া হলে দেখা যায় ৪ নং শেখপুরা ইউপি ও ৫ নং শশরা ইউপির মধ্যবর্তী দিঘন দিয়ে সাহেবগঞ্জ বাজারে উঠার স্থানে গর্ভেশ্বরী নদীর ছোট একটি ব্রীজ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মান করা হয় এবং উক্ত ব্রীজটি দুই ধারে বেহাল দশা। উক্ত মো: আমজাদ আলী রাস্তার ধারের মাটি ট্রাক্টর যোগে অবৈধ ভাবে তুলে নিয়ে অন্যত্র বিক্রি করে। এসময় এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদকে জানান এই জমি তার এবং সে ইচ্ছে করলে সব মাটি কেটে নিয়ে যেতে পারে।
প্রতিবেদনকালীন বুঝা যায় তার যে শক্ত খুটি আছে তাতে পুরো রাস্তার মাটি কেটে নিয়ে গেলেও তাকে কেউ কিছু বলতে পারবে না।

 

 

Leave a Reply

Your email address will not be published.