নওগাঁয় বিদ্যুৎ বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ২ আহত ২

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ  নওগাঁয় পানি সেচ এর অ-গভীর  নলকূপ ‘এসটিডব্লিউ’ তে বিদ্যুতের সংযোগ প্রদানকালে বিদ্যুৎ স্পৃষ্টে ক্ষুদ্র নৃতাত্বিক জাতি গোষ্ঠী একজন সহ দু’ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দু’ জন। এমর্মান্তিক দু’ জনের মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টারদিকে নওগাঁর ধামুরহাট উপজেলার জগৎনগর মৌজার জয়জয়পুর এলাকায় মাঠে।
স্থানিয় সুত্র জানায়, ঐ মাঠে অ-গভীর ‘এসটি ডব্লিউ’ নলকূপে পল্লী বিদ্যুতের টেকনিশিয়ান কর্তৃক সংযোগ প্রদান কালে অ-সাবধানতা বশত বিদ্যুৎ পিষ্ট হয়ে দু’ জন নিহত হোন।
নিহতরা হলেন, জয়জয়পুর গ্রামের দুলাল হোসেন এর ছেলে মোতাব্বের রহমান ওরফে মনা (৩৫) ও একই গ্রামের ক্ষুদ্র নৃতাত্বিক জাতি গোষ্ঠীর মৃত সোম মরমুর ছেলে সামসুন মুরমু (৫৫)।
এ সময় মৃত মোতাব্বের রহমান মনার ছোট ভাই আব্দুল্লাহ আল রাফিকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নিহত মোতাব্বের ওরপে মনা এর বাবা দুলাল হোসেনও আহত হয়ে ধামইরহাট উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতি ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম, এস এম মোস্তাফিজুর রহমান বলেন, অ-গভীর নলকূপে বিদ্যুৎ সংযোগ প্রক্রিয়া প্রস্তুত করার পর নিহতরা ঘরের টিনের চালা ঠিক করতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে মারা যান, যা খুবই  দুঃখজনক ঘটনা।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবে এখন পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.