বদলগাছীতে দুই সাংবাদিকের পাল্টা পাল্টি জিডি, তদন্ত শুরু

আ. সা. বিশেষ প্রতিনিধি বদলগাছীঃ নওগাঁর বদলগাছীতে নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিক আবু সাইদকে হত্যার হুমকি প্রদানকারী তিন সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডির পরিপেক্ষিতে অপর এক জন সাংবাদিক আবু সাইদের বিরুদ্ধে পাল্টা জিডি করায় বিজ্ঞ আদালত দুইটি জিডির তদন্ত পূর্বক প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছে বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলীকে। ওসি শাহ্জান আলী পৃথক দুটি জিডির তদন্ত করতে দিয়েছেন দুই এএসআই কে।সাংবাদিক আবু সাইদ কর্তৃক জিডি নম্বর ৯৫১ তাং ২১/১১/২৪ ও অপর সাংবাদিক সানজাদ রয়েল সাগর কর্তৃক জিডি নম্বর-৯৫৬ তাং ২১/১১/২৪ ইং।
জিডি সুত্রে ঘটনার বিবরণে জানা যায়, বদলগাছীতে খাদ্যবান্ধব ডিলার পেলেন সাবেক এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীর দোসর সাংবাদিক সাগর এই শিরোনামে গত ১৪ নভেম্বর ঢাকা থেকে প্রকাশিত “কালের সংবাদ” অনলাইন নিউজ পোর্টালে একটি নিউজ প্রকাশিত হয়। উক্ত নিউজটি প্রকাশের পর সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের জেলা কর্মকর্তা ও উক্ত খাদ্যবান্ধব কমিটির নওগাঁ জেলা কমিটির দৃষ্টি গোচর হয়। যার প্রেক্ষিতে জরুরী ভিত্তিতে তদন্তের তদন্তের মাধ্যমে নিউজের সত্যতা প্রমানিত হলে জেলা প্রশাসক ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি আবদুল আউয়াল বদলগাছীতে অচ্ছতার ভিত্তিতে নিয়োগকৃত ১৫ জন ডিলারের নিয়োগ বাতিল করেন। যার প্রেক্ষিতে উপজেলা খাদ্য কর্মকর্তা সাবরিন মোস্তারি গত ১৮ নভেম্বর নিয়োগকৃত ডিলারদের বাতিল নোটিশ জারি করেন। উক্ত নিয়োগকৃত ডিলারদের মধ্যে বদলগাছী সদর ইউনিয়ন (সাহেব বাজার ) এলাকা থেকে ডিলার তালিকায় ১ নম্বরে ছিলেন সাংবাদিক সানজাদ রয়ের সাগর। গত ১২ নভেম্বর ডিলার নিয়োগ ও নিয়োগের অচ্ছতার অভিযোগ প্রমানিত হওয়ায় মাত্র ৫ দিনের মাথায় ১৮ নভেম্বর বাতিল হওয়ায় সাংবাদিক সাগর উত্তেজিত হয়ে পরেন এবং তিনি মনে করেন কালের সংবাদ অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে ও ডিলার নিয়েগে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ইউএনও ও উপজেলা খাদ্য কর্মকর্তার অচ্ছতার নিউজ প্রকাশিত হওয়ায় সাংবাদিক সাগর সহ ১৫ জনের নামে নিয়োগকৃত ডিলার জেলা প্রশাসক বাতিল করেছেন। এই ঘটনার জের ধরে সাংবাদিক সাগর কালের সংবাদের বদলগাছী বিশেষ প্রতিনিধি সাংবাদিক আবু সাইদ ও সম্পাদক সোহেল চৌধুরীকে গত ১৯ নভেম্বর লিগ্যাল নোটিশ করেন। লিগ্যাল নোটিশ করার পর ও সাংবাদিক আবু সাইদের সাথে ব্যাক্তি আক্রোশে ফেটে পরেন। যার প্রেক্ষিতে ২০ নভেম্বর রাত অনুমানিক সাড়ে ৮ টা থেকে পোনে ৯ টার সময় সাংবাদিক সাগর তার সহযোগী অপর দুই জন সাংবাদিক মিঠু হাসান ও আবু রায়হানকে সাথে নিয়ে বদলগাছী সদর (কলেজপাড়া) জিধিরপুর মৌজায় অবস্থিত সাংবাদিক আবু সাইদের বাড়িতে গিয়ে জানালা ও মেইন দরজায় ধাক্কাধাক্কি করে গালি গালাজ সহ হত্যার হুমকি দিয়ে চলে আসেন। এ ঘটনায় পরের দিন ২১ নভেম্বর সাংবাদিক আবু সাইদ বাদী হয়ে তার ও পরিবারবর্গের নিরাপত্তা চেয়ে বদলগাছী থানায় সাংবাদিক সানজাদ রয়েল সাগর সহ তার দুই সহযোগী মিঠু হাসান ও আবু রায়হানকে বিবাদী করে একটি জিডি করেন। ( জিডি নম্ব ৯৫১) খবর পেয়ে সাংবাদিক সানজাদ রয়েল সাগর ওই দিন (২১ নভেম্বর) একটি মিথ্যা নাটক সৃষ্টি করে তার দুই সহযোগী মিঠু হাসান ও আবু রায়হানকে স্বাক্ষী করে সাংবাদিক আবু সাইদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেন। (জিডি নম্বর-৯৫৬) বদলগাছী থানা পুলিশ পক্ষে বিপক্ষে দুটি জিডিই তদন্তের আবেদন করে নওগাঁ ৫ নম্বর বিজ্ঞ আমলী আদালতে প্রেরণ করলে আদালত জিডি দুটি আমলে নিয়ে তদন্তের অনুমতি দিয়ে গত ৯ ডিসেম্বর ও ১০ ডিসেম্বর পৃথক পৃথক ভাবে বদলগাছী থানায় প্রেরণ করেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ সাংবাদিক আবু সাইদের করা ৯৫১ নম্বর জিডি এএসআই আতাউর রহমান ও সাংবাদিক সানজাদ রয়েল সাগরের করা ৯৫৬ নম্বর জিডি এএসআই শফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা কাউন্টার মামলা, জিডি কাউন্টার জিডির তদন্তকারী কর্মকর্তা একজনই হওয়ার কথা কিন্তু এখানে দুই জিডি তদন্ত করার জন্য দুই জন এএসআই বা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জান আলী জানান, ঘটনাটি যেহেতু দুই জন সাংবাদিকের মধ্যে। বিধাই বিষয়টি যাতে সুষ্ট তদন্ত হয় আমি সেই ভাবে তদন্তকারী দুই এএসআইকে নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, খাদ্যবান্ধব ডিলার নিয়োগকে কেন্দ্র করে উপরে উল্লেখিত শিরোনামে নিউজ প্রকাশ হওয়াই অনলাইন নিউজ পোর্টাল “কালের সংবাদ” সম্পাদক সোহেল চৌধুরী ও বদলগাছী বিশেষ প্রতিনিধি আবু সাইদকে আসামী করে নওগাঁ ৫ নম্বর বিজ্ঞ আমলী আদালতে গত ২৭ নভেম্বর ৫০ লক্ষ টাকার একটি মানহানি মামলা দায়ের করেছে সাংবাদিক সানজাদ রয়েল সাগর। যার শুনানী গত ১০ ডিসেম্বর অনুষ্টিত হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর বিজ্ঞ আদালত আদেশের দিন ধায্য করেছেন বলে আদালত সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.