বদলগাছীতে ৫০ হাজার টাকার চায়না অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের কাদিবাড়ি ঘাট ও ছোট যমুনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ রিং জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার(পহেলা আগস্ট )বিকাল ৪টা থেকে রাত ৮পর্যন্ত উপজেলার ছোট যমুনা নদীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৯টি চায়না রিং চাই জাল জব্দ করার পর তা জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্বদেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।

জব্দকৃত অবৈধ চায়না রিং জালের আনুমানিক মূল্যে ৬০হাজার টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিষেধ অমান্য করে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১ কেজির মতো মাছ ২ জন দুস্থের মাঝে বিতরণ করে দেন।

Leave a Reply

Your email address will not be published.