বিরামপুরে বন বিভাগের জায়গায় বাড়ি তৈরি

মোঃ নয়ন মিয়া. দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরে বিরামপুর বন বিভাগের জায়গায় বাড়ি তৈরি অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর-২০২৩) বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে বন বিভাগের জায়গার উপর বিল্ডিং বাড়ির অভিযোগ উঠেছে।

উক্ত ঘটনা স্বরেজমিনে জানা যায়,খানপুর ইউনিয়নের পান্নাতপুর অন্তর্ভুক্ত বন বিভাগের জায়গার উপর একটি বিল্ডিং বাড়ি তৈরি হয়েছে।

উক্ত বিষয়ে মহল্লায় ঘুরে জানা যায় মহলার অন্তর্ভুক্ত ইটের দেয়াল বেষ্টিত বেশ কিছু বাড়িঘর রয়েছে। যার মধ্যে
সামান্য কয়েকটি বাড়ি রয়েছে মাটির তৈরি। তবে উক্ত বিষয়ে না যায় বেশি অংশের জায়গায় জুড়ে রয়েছে বন বিভাগের জায়গা।

উফ তো বাড়ি গুলি ইট দিয়ে ঘেরা ও শাওনিতে রয়েছে ঢেউটিন। তবে উক্ত মহল্লায় একটি বিল্ডিং বাড়িতে রূপান্তরিত হয়েছে।

পান্নাতপুর মহল্লার আনন্দ্রি এসটুডুর স্ত্রী শ্রী রানি ও তার ছেলে নির্মলের দ্বারা উক্ত বাড়িটি তৈরি হয়েছে বলে স্হানীয় মহল্লাবাসির নিকট থেকে জানা যায়।

এ বিষয়ে শ্রী রানীর নিকট জানতে চাইলে তিনি জানান,আমি অনেকদিন ধরে এই বাড়িটি নির্মাণ করেছি। কিন্তু বন বিভাগের প্রায় সকল কর্মকর্তা এ বিষয়ে সব জানেন কিন্তু তারা আমাকে কিছু জানায়নি। যদি জানাতো তবে আমি কোন বিল্ডিং তৈরি করতাম না বলে জানান।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা রবিউল ইসলামের নিকট ১৮ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮ মিনিট কয়েকবার
০১৯১২-৫৯০৪৮৫ নাম্বারে মুঠোফোন ও দিনের বেলায় অনেক বার মোবাইলে ফোন দিয়েও কল রিসিভ হয় নাই।

এ বিষয়ে স্থানীয়রা জানান উক্ত বিল্ডিং তৈরীর বিষয়ে বন বিভাগের কর্মকর্তারা জড়িত রয়েছে। উক্ত বিষয়ে সরজমিনে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থার জোর দাবি জানান স্থানীয় জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published.