মাগুরায় এক বৃদ্ধা মহিলার কাছ থেকে ছিনিয়ে দিয়েছে স্বর্ণালংকার

খন্দকার নজরুল ইসলাম মিলন, মাগুরা প্রতিনিধি : মাগুরায় অজ্ঞাতনামা কয়েকজন লোক নকল সোনার বিস্কুট দেখিয়ে এক বৃদ্ধা মহিলাকে অজ্ঞান করে বৃন্দা মহিলার কাছে থাকা এক ভরি ওজনের চেইন ও তিন আনা ওজনের কানের দুল ছিনিয়ে নেয়। বৃদ্ধা মহিলা হলেন, মোছা : কমেলা বেগম(৬৫), সামি মৃত মো: আকামত শেখ বাড়ি মাগুরা আঠার খাদা কান্দাবাশ খোটা। বৃদ্ধা মহিলা তার মেজো জামাই মোঃ আনোয়ার হোসেনের বাড়ি থেকে ফেরার সময়। ০১-০১-২০২৪ (সোমবার) বেলা ১০ টার সময় বেরইল বাগেরহাট বাজার থেকে বিল্লালের ইজি বাইকে করে মাগুরা ভায়না মোড়ে এলে ,পরে বিল্লাল ভায়না মোড় থেকে ১১ টার সময় অন্য একটা ফাঁকা ইজিবাইকে উঠিয়ে দিলে সেই অজ্ঞাতনামা ইজিবাইক ওয়ালা মাগুরা নতুন বাজারে জাবার উদ্দেশ্যে রওনা হলে মাগুরা পৌর পার্কে পৌঁছা মাত্রই তিনজন অজ্ঞাতনামা লোককে তার ইজিবাইকে ওঠায়। তারা বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনার বাড়িতে কোন স্বর্ণের জিনিস আছে কিনা? উত্তরে বৃদ্ধা মহিলা জানান আমরা গরিব মানুষ আমাদের কোন কিছু নাই। পরে তারা বৃদ্ধা মহিলাকে একটি ২২ ক্যাডেটের স্বর্ণের বিস্কুট দিয়ে বলে এটা বিক্রি করলে আপনি অনেক টাকা পাবেন, পরে স্বর্ণের বিস্কুট আমার সামনে দিলে আমি অজ্ঞান হয়ে যাই, এক ঘন্টা পরে আমার কিছুটা জ্ঞান ফিরলে আমি বুঝতে পারি যে আমার কানের দুল ও স্বর্ণের চেইন নিয়ে গেছে। পরে আমার একজন স্থানীয় লোক আমাকে চিনতে পেরে আমার নিজ বাড়িতে নিয়ে আসে।পরে তার জামাই মো: আনোয়ার হোসেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর একটা অভিযোগ দায়ের করেন।এখন পর্যন্ত অজ্ঞাতনামা লোকদের কোন খোজ পাওয়া যায়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.