রাজবাড়ী জেলা পাংশা থানার গ্রাম পারডেমনামারা হিন্দু পাড়া অসীম কুমার বিশ্বাসের জমি নিয়ে মামলা

ক্রাইম রিপোর্টার, আশিক হাসান সীমান্তঃ ১। অত্রাদালতের এলাকাধীন জেলাঃ রাজবাড়ী, থানাঃ পাংশার অন্তর্গত মৌজা পারডেমনামারা মধ্যে আর.এস ২৬ নং খতিয়ানভুক্ত জমাজমিতে হৃদয়নাথ হালদার ১ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা পারডেমনামারা মধ্যে আর.এস ১০১ নং খতিয়ানভুক্ত জমাজমিতে হৃদয়নাথ হালদার

আনা অংশে, কুশাই হালদার, গৌর হালদার, নিতাই হালদার প্রত্যেকে রকম পারডেমনামারা মধ্যে আর.এস ১০৩ নং খতিয়ানভুক্ত জমাজমিতে হৃদয়নাথ হালদার ১ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা পারডেমনামারা মধ্যে এস.এ ২৮, ৩০, ১০১ নং খতিয়ানত্রয়ভুক্ত জমাজমিতে অভিমূন্য হালদার ১ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন।

পারডেমনামারা মধ্যে এস.এ ২৮, ৩০, ১০১ নং খতিয়ানত্রয়ভুক্ত জমাজমিতে অভিমূনা হালদার ২ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা বাজেয়াপ্ত বাগলী মধ্যে এস.এ ০৪ নং খতিয়ানভুক্ত জমাজমিতে অভিমূন্য বিশ্বাস । আনা অংশে, ননীবালা, সরোজীন প্রত্যেকে । আনা অংশে, নকুল, সহদের প্রত্যেকে রকম ৬। ক্রান্তি অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা বাজেয়াপ্ত বাগলী মধ্যে এস.এ ১৮, ০৮ নং খতিয়ানভুক্ত জমাজমিতে অভিমুন্য বিশ্বাস ২ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা দেওবাড়ীয়া মধ্যে এস.এ ১৫৫ নং খতিয়ানভুক্ত জমাজমিতে অভিমন্য বিশ্বাস, আহম্মদ মন্ডল, গোলাম রহমান, আতাহার মন্ডল, ছোলেমান বিবি গন স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা দেওবাড়ীয়া মধ্যে এস.এ ১৯৪ নং খতিয়ানভুক্ত জমাজমিতে অভিমন্য বিশ্বাস ২ আনা অংশে স্বত্ববান।

মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। ঐ মৌজা দেওবাড়ীয়া মধ্যে এস.এ ২১৫ নং খতিয়ানভুক্ত জমাজমিতে অভিমন্য বিশ্বাস ১ আনা অংশে স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও থাকেন। উল্লেখিত আর.এস ২৬, ১০১, ১০৩ ও এস.এ ২৮, ৩০, ১০১, ০৪, ১৮, ০৮, ১৫৫, ১৯৪, ২১৫ নং খতিয়ানভুক্ত ১২ খন্ড জমাজমির পরিচয় আরজীর নিম্নে “ক” তফসিলের ১-১২ নং লটে লিপিবদ্ধ করা হইল এবং “ক” তফসিলের ১-১২ নং লটের অন্তর্গত নালিশী ভূমির পরিচয় আরজীর নিম্নে “খ” তফসিলের ১-৩ নং লটে লিপিবদ্ধ করা হইল ।

আরজীর উপরোক্ত বর্ণনা মতে, আর.এস রেকর্ডীয় প্রজা হৃদয়নাথ হালদার নালিশী আর.এস দাগ সমূহে তাহার প্রাপ্ত অংশের ভূমি স্বত্ববান মতে ভোগদখলরত থাকাবস্থায় মারা গেলে একমাত্র পুত্র অভিমন্য হালদার ওরফে বিশ্বাস ওয়ারেশ হয়েন। পরবর্তীতে অভিমন্য হালদার ওরফে বিশ্বাস পিতার ওয়ারেশ সূত্রে নালিশী আর.এস দাগ সমূহে তাহার প্রাপ্ত অংশের ভূমি স্বত্ববান মতে ভোগদখলরত থাকাবস্থায় মারা গেলে ০১ পুত্র অসিম কুমার বিশ্বাস ০১ স্ত্রী গঙ্গা রানী বিশ্বাস (জীবন স্বত্বে) অর্থাৎ ১/২ নং বাদীগন ওয়ারেশ হয়েন । নালিশী আর.এস ২৬, ১০১, ১০৩ নং খতিয়ানত্রয়ভুক্ত ভূমি বিগত এস.এ জরীপে এস.এ ২৩, ৯৬, ৯৮ নং রেকর্ড প্রস্তুত

প্রাপ্ত অংশের ভূমি স্বত্ববান মতে ভোগদখলরত থাকাবস্থায় মারা গেলে একমাত্র পুত্র শুকুমার বিশ্বাস ওরফে হলদার ওয়ারেশ হয়েন। এস.এ রেকর্ডীয় অপর প্রজা নিতাই হলদার নালিশী আর.এস ৩০৬ নং দাগে তাহার প্রাপ্ত অংশের ভূমি স্বত্ববান মতে ভোগদখলরত থাকাবস্থায় মারা গেলে একমাত্র পুত্র ভবসিন্ধু বিশ্বাস ওরফে হলদার ওয়ারেশ হয়েন। কুশই পাল বিশ্বাস ওরফে কুশাই হলদার গং (৩) জন একত্রে নালিশী আর.এস ৩০৬ নং দাগে ১ আনায় ০৯ শতাংশ মধ্যে ৪.৫০ শতাংশ ভূমি স্বত্ববান মতে ভোগদখলরত থাকাবস্থায় গত ইংরেজী ০৫/০২/১৯৯০ তারিখে রেজিঃকৃত ১৩৭১ নং কবলা দলিল মূলে গঙ্গা রানী বিশ্বাস ২নং বাদী বরাবর বিক্রয় করিয়া সরোজমিনে দখল অর্পণ করেন। উল্লেখিত ভাবে বাদীগন নালিশী ভূমি সরোজমিনে দখল প্রাপ্ত হইয়া আংশিক ভূমিতে বসতি বাড়ীঘর উত্তোলনে পরিবার পরিজন সহ বসবাস করিয়া এবং অবশিষ্ট ভূমিতে চাষাবাদে বিভিন্ন মৌসুমী ফসলাদী উৎপাদন ও গ্রহণে বিবাদীপক্ষ অন্যান্যের জ্ঞাতসারে সুদীর্ঘ ৬০ বৎসরের উর্দ্ধকাল।

যাবত Openly and Adversely স্বত্ববান মতে ভোগদখলরত হয়েন ও আছেন। বর্তমান হাল বি.এস জরীপে নালিশী আর.এস দাগ সমূহের ভূমি বাবদে বি.এস ২০, ৩৯, ৩৯/১, ৪২, ৪৮, ৫৭, ৬০, ৬১, ৬৬, ৭৪, ৭৭, ৮৭, ৮০, ৯৫, ১০১/১, ১২৪, ১৪২, ১৪৫, ১৭২, ১৭৩, ১৭৬, ১৯৩, ৮৮, ১২৪, ২২৩, ২৩, ৩৮, ৭৯,৭৯/১, ১১৮, ১৩২, ১৫৩, ১৮৪, ১৯৪, ২০২, ২১৩, ২৩৬, ২৩৫, ১২৪, ১৩৮, ২২২, ৩০১, ২৬১, ২৬২ নং খতিয়ান সমূহে বি.এস রেকর্ড প্রস্তুত ও প্রকাশিত হইয়াছে। বিগত বেশ কিছুদিন যাবত বিবাদীপক্ষ বাদীপক্ষের দখলীয় পূর্বতন ছাহাম বাবদে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টির চেষ্টা করিয়া আসিতেছেন। নালিশী ভূমি বাবদে ইতিপূর্বে কোন বিজ্ঞ আদালতের মাধ্যমে By meets and bounds ভাগ বাটোয়ারা হয় নাই। সেকারনে বাদীগন নালিশী ভূমি বাবদে ভাগ বাটোয়ারার ডিক্রী সহ অন্যান্য বৈধ ও আইনানুগ প্রতিকার পাইতে হকদার হইতেছেন।

Leave a Reply

Your email address will not be published.