হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলা (হিলি) সীমান্তের নানা বিষয় নিয়ে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে দেড় ঘণ্টাব্যাপী সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সীমান্তের চেকপোস্টে গেইটের শুন্য রেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিং হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।

লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান বলেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের যোগদানের পর বিএসএফের সঙ্গে এইটাই প্রথম সৌজন্য বৈঠক। মূলত সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে প্রায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published.