টিভি দর্শকের প্রশ্নের জবাব না দিয়ে ‘ভালো মানের গাঁজা সরবরাহ’ করতে চাইলেন প্রেস সচিব শফিকুল

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জনের টকশো ‘জবাব চায় বাংলা’ শো’তে ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম এক দর্শকের প্রশ্নের জবাবে ভালো মানের গাঁজা সরবরাহ করতে চেয়েছেন।

গাজীপুরে সেনাবাহিনীর টুল ফ্যাক্টরি পাকিস্তানী নিয়ন্ত্রণে আছে কী এমন প্রশ্ন করেন এক দর্শক। এ বিষয়ে প্রেসসচিব শফিকুল আলম কাছে জানতে চাইলে জবাব না দিয়ে তাকে ব্যঙ্গ করেন।

সেসময় টিভি দর্শকের উদ্দেশ্যে তিনি বলেন, এগুলো গাঁজাখুরি প্রশ্ন। তারা কী গাঁজা খায়, ভালো গাঁজা না পেলে আমরা ভালো মানের গাঁজা সরবরাহ করবো।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম দ্বায়িত্ব নেওয়ার পরেই একের পর এক বিতর্কিত কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তার ক্ষমতার প্রভাব দেখিয়ে সংবাদ মাধ্যমে একের পর এক সাংবাদিকের চাকুরী কেড়ে নিয়েছেন । বাতিল করেছেন শতাধিক সাংবাদিকের সচিবলায়ে প্রবেশের অ্যাক্রিডেশন কার্ড।

সবশেষ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক সজিব ঘোষের চাকুরী বিনা নোটিশে চাকুরী কেড়ে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *