নিউইয়র্কে ইলহাম একাডেমির বার্ষিক ফেইথ এন্ড নলেজ অনুষ্ঠান সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ  নিউইয়র্কে ইলহাম একাডেমির বার্ষিক ফেইথ এন্ড নলেজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) জ্যামাইকার হিলসাইড এভিনিউর আল আকসা হলে এ আয়োজন সম্পন্ন হয়। এসময় শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ইসলামী পারফরমেন্স ও পুরষ্কার বিতরণ করা হয়। ফেইথ এন্ড নলেজ অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ফাতিমা মাসুদ ও প্রচারক মস।

এসময় উপস্থিত ছিলেন জম্যাইকা মুসলিম সোসাইটির সভাপতি ড. ইমরান হোসেন, মসজিদ কোয়াবার সভাপতি সেলিম খান, দারুস সালাম মসজিদের ইমাম আব্দুল মকিত, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ, বাংলাদেশী আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি জয়নাল আবেদীন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, আল মামুর স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মহসিন পাটোয়ারী, আল মামুর স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, দারুল হিকমাহ মসজিদের সভাপতি শাহাদাত খান,
দারুল ইসলাহ মসজিদ ও স্কুলের অধ্যক্ষ ক্বারী ওয়ালেদ আল বাত্রবিশ, সাপ্তাহিক নবযুগের সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক সাদা কালোর নির্বাহী সম্পাদক আবুল কাশেম, হলি’স মুসলিম কমিউনিটি সেন্টারের বায়ার্ড সদস্য জসিম উদ্দিন।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে অল্প সময়ের মধ্যেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে ইলহাম একাডেমি। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, যোগ্য, সৎ ও সাহসী প্রজন্ম গড়ার মহান ব্রত নিয়ে নিউইয়র্কের জ্যামাইকায় আধুনিক জ্ঞানের সঙ্গে ইসলামি মূল্যবোধের অপূর্ব সমন্বয় করে চলতি বছরের শুরুর দিকে যাত্রা শুরু করে এই দীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি। সাফল্যের ধারাবাহিকতায় এবার বার্ষিক অনুষ্ঠান ফেইথ এন্ড নলেজ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published.