মাগুরা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫

মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ 
নতুন বাংলাদেশ গর্ব এই প্রত্যয় কে সামনে রেখে তারুণ্যের উৎসব পালনের কর্মসূচি হিসেবে গতকাল ০৮ ফেব্রুয়ারি শনিবার ৬ টা ৩০ মিনিটের সময়  মাগুরা রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থার আয়োজনে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় মাঠে এই টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা থেকে বাছাইকৃত মোট ১৪ টি দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের, জেলা সেক্রেটারি জেনারেল সাঈদ আহমেদ পৌর শাখা আমির আশরাফ হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জগদাল কলেজের সভাপতি অ্যাডভোকেট কাজী মিনহাজ স্থানীয় ক্রীড়া  অনুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাত্রব্যাপী এই চমকপ্রদ ব্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ১২:৩০ মিনিটে অংশগ্রহণ করে মিরাজ  আহমেদ ও মেহেরাজ  আহমেদের  আপন দুই ভাইয়ের এই জুটির সঙ্গে প্রতিদ্বন্দিতা করে চ্যাম্পিয়ন হয়েছেন কাউন্সিল পাড়া ব্যাডমিন্টন ক্লাবের সদস্য  সজিব আহাম্মেদ   ও আলমগীর হোসেন  জুটি,  লক্ষনীয় বিষয় গভীর রাত পর্যন্ত উৎসুক ক্রীড়া  প্রেমীদের দর্শনার্থী  হিসেবে  সরব  উপস্থিতি, এছাড়াও এই গভীর রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির  যুগ্ম  আহবায় আহসান হাবিব কিশোর ও যুগ্ম আহবায় আলমগীর হোসেন সহ ডাক্তার, শিক্ষক, আইনজীবী সহ বিভিন্ন পেশার  ব্যক্তিবর্গ।
বহরুল কবির এর সঞ্চালনায় সম্পূর্ণ খেলাটি  রেফারি দায়িত্ব পালন করেন জনাব খোজবুল।
জেলা পুলিশ সুপারসহ পুলিশ সুপার কার্যালয়ের  সকল কর্মকর্তা ও  সদস্যদের সার্বিক সহযোগিতায় খেলাটি সফল ও বাস্তবায়িত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *