নওগাঁয় মহাদেবপুর ও পোরশায় বজ্রপাতে দুই নারীসহ তিন জন নিহত

ফজলে রাব্বি হাসান, নওগাঁ (ভ্রাম্যমান প্রতিনিধি): নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই জন আদিবাসী নারীসহ তিন জন নিহত হয়েছে।

আজ শনিবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা নিহত হয়। নিহতরা হল, মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) এবং একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)। এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধান ক্ষেতে বেশ কয়েকজন আদিবাসী নারী- পুরুয় কাজ করছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এঘটনায় আরো একজন নারী আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

অন্যদিকে নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের নিহত হয়েছে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুপুরে নিহত রফিকুল ইসলাম পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বৃষ্টি শুরু হওয়ার পর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published.