নারীর জীবনমান উন্নয়নে লিডার্সের উদ্যোগে বটিয়াঘাটায় ডিগনিটিকিট প্রদান

তমালিকা মল্লিক প্রতিবেদকঃ  নারীর স্বাস্থ্যসেবাসম্মান রক্ষায় লিডার্সের উদ্যোগে এবং LiFE ONG এর সহযোগিতা  বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নেডিগনিটি কিট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছেএই কর্মসূচির লক্ষ্যহলো নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের দৈনন্দিন জীবনেস্বাচ্ছন্দ্যমর্যাদা নিশ্চিত করা

১১ ডিসেম্বর ২০২৪ বুধবার বটিয়াঘাটা উপজেলার ভগবতীপুর হরিমন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ডিগনিটি কিট বিতরণ করা হয়অনুষ্ঠানে সুরখালি ইউনিয়নের সচিব ধিমান মল্লিকের সভাপতিত্বেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা জনস্বাস্থ্য প্রকৌশলঅধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি, বিশেষ অতিথিহিসেবে ছিলেন সুরখালি ইউনিয়নের ইউপি সদস্য আবুল কালামহাওলাদার, টিয়াঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম সাগর, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, LiFEONG এর কান্ট্রি ডিরেক্টর ভিরগিল লেপ্রিন্স, লিডার্সের নির্বাহীপরিচালক মোহন কুমার মন্ডল, প্রোগ্রাম ম্যানেজার বি এম জাকারিয়াসহ লিডার্সের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের নারীরাসভাপতির শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ডিগনিটি কিট প্রদান অনুষ্ঠানশুরু করা হয়

ডিগনিটি কিটের মধ্যে রয়েছে নারীদের স্বাস্থ্যপরিচ্ছন্নতা বজায় রাখারজন্য় ২০ লিটারের একটা ঢাকনাওয়ালা বালতি, বড় এক প্যাকেটস্যানিটারি ন্যাপকিন, একটা থার্মোমিটার, একটা লিকুইড স্যাভলন, একটা বড় স্যাভলন সাবান, একটা হ্যান্ডওয়াশ নারীদের স্বাস্থ্যের প্রতিগুরুত্ব আরোপ করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা তাদেরআত্মবিশ্বাস বাড়াতে এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেসহায়ক হবে

অনুষ্ঠানে ্রধান অতিথি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেনতিনিবলেন,নারীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান এবং তাদের জীবনমানউন্নয়নের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়এটি শুধু নারীদের জন্য নয়, সমগ্র সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।”

লিডার্সের নির্বাহী পরিচালক তার বক্তব্যে জানান, “আমাদের লক্ষ্য হলোএমন একটি সমাজ গঠন করা যেখানে নারীরা মর্যাদার সঙ্গেজীবনযাপন করতে পারেডিগনিটি কিট বিতরণ কর্মসূচি তারই একটিঅংশ।”

নারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লিডার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকরেছেনতারা জানান, এই কিট শুধু তাদের দৈনন্দিন জীবনকে সহজকরবে না, বরং তাদের স্বাস্থ্যের প্রতি সচেতন করবে

লিডার্স আশা করে, ভবিষ্যতে তারা এমন আরও কার্যক্রম গ্রহণ করবে যানারীর ক্ষমতায়নতাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে

Leave a Reply

Your email address will not be published.