অসাধারণ একটি কবিতা-“ফ্যাসিবাদদের পা চাটা”-কবি মোহাম্মদ আককাস আলী

-“ফ্যাসিবাদদের পা চাটা”-
কবি মোহাম্মদ আককাস আলী
ফ্যাসিবাদ! ফ্যাসিবাদ! ফ্যাসিবাদ!
তাদের মুখে মুখে এখন শুনি সেই ধ্বনি
কয়েক দিন আগে তোরা
 ওইসব ফ্যাসিবাদের সাথে করতে
তোষামোদি চাটুকারিতা
ওরে কুত্তার পা চাটা দল
চাঁদাবাজীর টাকা ছাড়া কি করে চলবি বল?
 “স্থান, কাল,পাত্র” ভুলে
 তাদের মুখে মুখে এখন শুনি
ফ্যাসিবাদের ধ্বনি
ওরে হতভাগারা
তোদের কপালে জুটবে না
আমজনতার ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published.