ডেঙ্গু কি প্রকোট আঁকার ধারণ করতে পারে এবার

কালেক সংবাদ ডেস্কঃ চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে জুনের প্রথম ১০ দিনেই ভর্তি হয়েছেন ৯৯৯ জন।

গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৪৮ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৮ জন। এর আগে গত বুধবার ১৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এখন পর্যন্ত এই রোগে ২২ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে জুনের প্রথম ১০ দিনে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৬ জন বাঁকি ঢাকার হাসপাতালে।

স্থাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন ও মে মাসে ২ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু নিয়ে আরো সচেতন হওয়া দরকার ঢাকা প্রশাসনের। প্রধান মন্ত্রীর আহবান সবায় আমরা সচেতন হই ডেঙ্গু নিয়ন্ত্রনে/ নিধনে।

Leave a Reply

Your email address will not be published.