প্রস্তুত জাতীয় ঈদগাহ ঈদের জন্য

কালের সংবাদ ডেক্স ঃ জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টা ৩০ মিনিটে।

জাতীয় ঈদগাহ প্রস্তুত ঈদ জামাতের জন্য।

জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায় করতে পারবেন।

৩০ হাজার বর্গমিটার জায়গায় এক সঙ্গে মুসল্লিরা নামাজ পড়তে পারবেন।

অতি গুরুত্বপূর্ণ ২৫০ পুরুষ, ৮০ জন অতি গুরুত্বপূর্ণ মহিলা, ৩১ হাজার সাধারণ পুরুষ এবং সাড়ে ৩ হাজার সাধারণ মহিলার নামাজের ব্যবস্থা করা হয়েছে। ছয়টি ভিআইপি।

১২১ কাতারে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।

নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

প্রবেশের জন্য একটি ভিআইপিসহ তিনটি প্রবেশ পথ নির্মাণ করা হয়েছে।

গরমে মুসল্লিদের সুবিধার্থে ১০টি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাড়ে পাঁচশ সিলিং ফ্যান এবং ১৫০টি স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।

১৪০টি অযুখানা, মহিলা ও পুরুষদের জন্য পর্যাপ্ত আলাদা টয়লেট, বিশুদ্ধ খাবার পানি এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে।

ঈদগাহের প্যান্ডেলের ওপর বৃষ্টির পানি নিরোধক সামিয়ানা টাঙানো এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।

জাতীয় ঈদগাহের পুরো প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং ফায়ার সার্ভিসের ব্যবস্থাও রয়েছে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থায় বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদ জামাত অনুষ্ঠিত করবার ব্যবস্হা রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.