স্পষ্ট বার্তা দলীয় কোন্দলে জড়িত এমপিদের মনোনয়ন দেওয়া হবে না

কালের সংবাদ ডেস্কঃ সংসদীয় দলের শেষ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্তা দিয়েছেন আওয়ামী লীগ।

গতকাল জাতীয় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ওই বার্তা দেয়া হয়। ৬টা ১০ মিনিটে শুরু হওয়া বৈঠক এক ঘণ্টারও বেশি সময় চলে। সভায় সংসদ নেতা দলের এমপিদের বক্তব্য শোনেন।

দলীয় কোন্দলে জড়িত এমপিদের মনোনয়ন দেয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের এটি অষ্টম ও শেষ সভা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া সরকার পতনের জন্য বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচির বিষয়ে দলীয় এমপিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নির্বাচনকে টার্গেট করে বিরোধী দলগুলো দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। একটি মহল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

আমরা একটা ফ্রি, ফেয়ার নির্বাচন করবো। নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে নির্বাচনে বিএনপি আসবে এটা ধরে নিয়েই আমাদের এগোতে হবে।

দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার জন্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন মোনাফেকি না করে। নির্বাচনী এলাকায় এমপিদের অবস্থান তৈরির নির্দেশ দিয়ে বলেন, এলাকার প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কাজের বিষয়গুলো তুলে ধরতে হবে।

২৮শে অক্টোবরকে ঘিরে বিএনপিসহ বিভিন্ন বিরোধী দলগুলোর নেতাকর্মীরা নাশকতা করতে পারে। বিরোধী দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। সে ব্যাপারে সংসদ সদস্যদেরকে এখন থেকেই তৎপর হওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.