কালাইয়ে ঔষধ ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময়

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ঔষধ ও কসমেটিক আইন/২৩ সম্পর্কে অবহিতকরন ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ঔষধ নিয়ে ব্যবসায়ীদের সাথে জনসচতনতা বৃদ্ধি করতে মতবিনিময় সভা করেছে ঔষধ প্রশাসন।
আজ বুধবার (১৫নভেম্বর)বেলা১২টার দিকে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে কালাই সরকারি মহিলা কলেজ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ্ব মোহসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা ঔষধ তত্তাবধায়ক (ড্রাগ সুপার) মাকসুদুল আমিন। এ সময় আর ও উপস্থিত ছিলেন, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহারুল আলম,কালাই পৌরসভার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলার প্রায় শতাধিক ঔষধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.