বই পড়ুয়ারা অন্ধকার থেকে আলোর পথ দেখায় –কবি মোহাম্মদ আককাস আলী

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুরঃ দৈনিক মহাদেবপুরের খবরের সম্পাদক ও প্রকাশক, বরেন্দ্র সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক, জাতীয় দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার জেলা প্রতিনিধি ও “কালের সংবাদ” অনলাইন পোর্টালের প্রতিনিধি কবি মোহাম্মদ আককাস আলী বলেছেন, বই পড়ুয়ারা অন্ধকার থেকে আলোর পথ দেখায়।

তাঁরা কখনোই ঘুষ দুর্নীতি অন্যায় ব্যভিচারকে সাপোর্ট করে না। তিনি বলেন, যারা নিয়মিত বই পড়ে প্রতিদিন তারা নতুন,নতুন জ্ঞান সংগ্রহ করে। একজন জ্ঞানী ব্যক্তি কখনোই সমাজকে আক্রান্ত করতে পারে না।
বই পড়ুয়া পাঠকেরা সমাজের অসহায় নির্যাতিত মানুষ গুলোর পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করে।  তিনি বলেন, আগের মত আর পাঠকেরা বই পড়ে না বলেই সমাজ আজ আক্রান্ত। তিনি সকলের প্রতি বই পড়ার আহবান জানান।
বুধবার কবি মোহাম্মদ আককাস আলী তাঁর ৮ম আবিষ্কার “দুই বাংলার কাব্যগাঁথা ও গল্পকথা” বইটি ইউএনও মো.আরিফুজ্জামান, ওসি তদন্ত আসাদ এবং পিআইও গোলাম রব্বানীর হাতে তুলে দেয়ার আগে উপরোক্ত কথাগুলো বলেন।
 কবির প্রতিটি বই সমাজ সংস্কারের কাজে ব্যাপক ভূমিকা রাখবে এমনি হাজারো অভিমত পাঠকদের। কবি মোহাম্মদ আককাস আলী দেশ বিদেশের প্রতিটি বন্ধুবান্ধবদের কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published.