বদলগাছীতে শীতকালীন সবজির আগাম চাষে কৃষকের মুখে হাসি

বুলবুল আহমেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে শীতকালীন আগাম জাতের সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা। উপজেলার  বিভিন্ন গ্রামের চাষীরা ভালো লাভের আশায় শীতকালীন আগাম জাতের সবজি চাষ করেছেন।
প্রতিবছর লাভের মুখ দেখলেও এবার বৈরি আবহাওয়ায় দুইবার রোপন করতে হয়েছে এসব সবজি। আবহাওয়ার বিপর্জয়ে ফলন নিয়ে দু:শ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ফলন ভালো হলে খরচের টাকা উঠিয়ে লাভের আশা করছেন চাষিরা।
ভালো ফলন পেতে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থেকে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে যাচ্ছে জানালেন জানালেন বদলগাছী উপজেলা  কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা সাবাব ফারহান জানান  চলতি মৌসুমে নওগাঁর বদলগাছীতে  প্রায় ৪০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে। যার মধ্যে আগাম জাতের সবজির আবাদ হয়েছে প্রায় ৩০ হেক্টর জমিতে।

Leave a Reply

Your email address will not be published.