বর্ষায় কাঁদা রাস্তা নিজ উদ্যোগে সংস্কার করলেন চেয়ারম্যান আঃ মালেক মন্ডল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে ৪নং দিওড় ইউনিয়ন অন্তর্ভুক্ত প্রায় বিভিন্ন গ্রাম গঞ্জে বর্ষায় প্রায় সব গ্রামেই রাস্তায় কাঁদা,একটু পানি হলেই প্রতিটি গ্রামের কাঁচা রাস্তা গুলি কাঁদায় পরিপূর্ণ হয়ে যায়।

ফলে আজ ১৭ জুলাই-২০২৩ ইং রোজঃরবিবার ইউনিয়নের নলিয়াপড়া ও মাগুরাপাড়ায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে জনমনে চরম দুর্ভোগে রাস্তায় খোয়া ও রাবিশ বিছিয়ে দেন।এবিষয়ে ভুক্তভোগীরা চেয়ারম্যান আঃ মালেক মন্ডলের নিকট বিযয়টি জানালে চেয়ারম্যান আবদুল মালেক মন্ডল আজ শিয়ালা ইউনিয়ন পরিষদ থেকে বিজুল বাজার রাস্তা নলিয়াপাড়া ও বিজুল মাগুরাপাড়া গ্রামের অযোগ্য কাঁদা রাস্তায় নিজ অর্থায়নে পূর্বের ন্যায় আবারও রাবিশ দিয়ে নিজে সরাসরি উপস্থিত থেকে সংস্কার করলেন, চেয়ারম্যান জনাব মোঃআঃমালেক মন্ডল, তিনি পর্যায়ক্রমে ইউনিয়নের সকল কাঁচা রাস্তা গুলি রাবিশ ও ইটের খোয়া দিয়ে যানবাহন সহ জন চলাচলের উপযোগী করে গড়ে তুলবেন বলে জানান।

এবিষয়ে স্হানীয় বাসিন্দাদের নিকট জানতে চাইলে তারা বলেন,সমাজ সেবক আঃ মালেক মন্ডল কে আমরা ২০১৭ সাল থেকে যেমন বিভিন্ন প্রয়োজনে পেয়েছি ঠিক চেয়ারম্যান হবার পরেও তার চেয়ে বরং দুগুণ ভাবে সর্বক্ষেত্রেই পাচ্ছি। সুতরাং আমরা মনে করি ৪নং দিওড় ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান আঃমালেক মন্ডল এর কোন বিকল্প নেই,আশেপাশের ইউনিয়নের চেয়ে আমাদের দিওড় ইউনিয়ন একটা ধাপ এগিয়ে রয়েছে,ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published.