শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

মোঃ যুবরাজ মৃধা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ ধর্ম যার যার, উৎসব সবার, বাংলাদেশ পূজা উদ্ যাপন পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-১৪৩০ বাংলা পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার ৬’সেপ্টেম্বর সকাল ১০ টার সময় হিন্দু সমাজ গৃহ সেন্টারপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা পুজা উদ্ যপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জির সভাপতিত্বে, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেলের সঞ্চালনায় সভার প্রধাব অতিথি জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম (পিপিএম)(বিপিএম), বাংলাদেশ আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহমদ মৃধা, জেলা সাংগঠনিক অ্যাডভোকেট উজ্জ্বল বোস,পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জাতীয় পূজা উদ্ যাপন কমিটির সদস্য শ্রী সন্তোষ কুমার দাস, শ্রী শুভাশীষ মুখার্জি সাধারন সম্পাদক হিন্দু গৃহ সমাজ, সহকারী পরিচালক হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পটুয়াখালী জেলা শাখা সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে, হিন্দু সমাজ গৃহ সেন্টার পাড়া থেকে উৎসব র‍্যালী শুরু হয় নানান সাজে হিন্দু সম্প্রদায়ের অনুগামীরা নিজেদের তুলে ধরেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হিন্দু সমাজ গৃহ সেন্টার পাড়ায় এসে শেষ হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published.