মোঃ মোকাররম হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে নানা আয়োজনে মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সালে যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৩১বার তোপধ্ব্নির মাধ্যমে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একে একে পুস্পস্তবক অর্পন মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়। মহান বিজয় দিবসটি সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম-এর সঞ্চালনায় কালাই উপজেলা প্রশাসন, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট, কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন ও কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখাসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। এরপরে সকাল সাড়ে সাতটায় কালাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রাঙ্গণে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার,কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.মৌদুদ আলম, কালাই পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম, কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. আনিছুর রহমান তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মো. তামিন সরকার সহ প্রমুখ।পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোওয়া ও মোনাজাত করা হয়।