নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল : নড়াইলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব। (২৪ অক্টোবর) শুভ বিজয়া দশমী। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
গত (২০ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল শারদীয় দুর্গোৎসব। পাঁচ দিনব্যাপী সকল আনুষ্ঠানিকতা শেষে (বিজয়া দশমী) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় এ দুর্গোৎসব।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় দুর্গোৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা তৎপর ছিল।
এছাড়া শারদীয় দুর্গোৎসব উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন সময়ে পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।  পূজা মন্ডপ পরিদর্শন ও প্রতিমা বিসর্জনের কিছু খন্ড চিত্র।

Leave a Reply

Your email address will not be published.