আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। ঈশ্বরদী ইপিজেডের আইএইচএম গার্মেন্টস এন্ড ট্রেক্সটাইল কোম্পানি লিমিটেডের কম্পিউটার অপারেটিং মেহেদী হাসান নাইমকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার (ঈশ্বরদী-বানেশ্বর) আঞ্চলিক মহাসড়কের গোকুলনগর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে নিহতের পরিবার। এর আগে নিহতের বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রিমি খাতুন লিখিত বক্তব্যে জানান, পদোন্নতির জেরে কোম্পানিটির ম্যানেজার মিজানুর রহমান, মশিউর রহমান, সহকারী এডমিন হাবিবুর রহমান, প্রান্ত ও সজীবের যোগসাজশে নাঈম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে নাঈম তাদের নাম বলে গেছে। পরে মানববন্ধনে অন্যান্য আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে নিহতের স্বজনরা।
এদিকে ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের পর একজনকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অন্যান্য আসামিদের আটকের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। নিহত নাইম ঈশ্বরদীর গোকুল নগর এলাকার মুক্তা শেখের ছেলে।
উল্লেখ্য গত, বুধবার মারধরের ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে কোম্পানিটির অভ্যন্তরীণ হাসপাতালে নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টার দিকে তিনি মারা যান।