শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): কেশবপুরে বুড়িভদ্রা নদীর পাড় থেকে আনুমানিক ৬৫ বছরের এক অজ্ঞাতনামা নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রাম থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামের বুড়িভদ্রা নদীর পাড়ে গত বৃহস্পতিবার বিকেলে এক অজ্ঞাতনামা নারীর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
লাশ উদ্ধারের বিষয়ে প্রাথমিক তদন্ত কর্মকর্তা মোঃ মাসুম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর লাশ অর্ধগলিত অবস্থায় পেয়েছি। নিহতের শরীরে শাড়ি ও হলুদ রঙের ফুলহাতা গেঞ্জি পরিধান ছিল। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত হয়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করাসহ
অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পর্যন্ত সনাক্ত হয়নি।