মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

মাগুরা প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন ঃ মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য  গ্রহণের দ্বিতীয় দিনে মামলার আসামিদের উপস্থিতিতে ৩ নম্বর সাক্ষী ইব্রাহিম, ৪ নম্বর সাক্ষী হযরত  ও ৫ নম্বর সাক্ষী  দেলোয়ারের সাক্ষ্য রেকর্ড  করেছে মাগুরার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত এবং আগামীকাল সকাল দশটায় বাকি সাক্ষীদের মধ্য থেকে দশজনের  সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারণ করেছে বিজ্ঞ আদালত। এ মামলায় সর্বমোট ৩৭ জন সাক্ষী রয়েছে।
গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে আছিয়া এই ধর্ষণের  শিকার হয় পরবর্তীতে ১৩ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে  মৃত্যুবরণ করেন।
 মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে গতকাল ৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শিশু আছিয়াকে নির্মমভাবে ধর্ষণের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর মাগুরাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনের দ্রুত পদক্ষেপে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
এ মামলায় তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৯ ধারার অধীনে অভিযোগ গঠন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার কার্যক্রম প্রতিদিনই এগিয়ে নেওয়া হচ্ছে যেন ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করা যায়।
আদালত চত্বরে আছিয়ার পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমরা আদালতের প্রতি পূর্ণ আস্থা রাখছি। আশা করি, দ্রুতই দোষীদের উপযুক্ত শাস্তি হবে।”
 স্থানীয়রা আশা করছেন, দ্রুত রায় ঘোষণা করে ন্যায়ের প্রতিফলন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *