আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ’- নাজিবুল্লাহ্ চৌধুরী

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ঘুনেধরা সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আমরা বদলে দিবো, বদলে দিতে হবে। আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আমরা বিএনপির কর্মি হিসেবে আমাদেরকেই পরিবর্তন করতে হবে। যে সমাজে থাকবে না বৈষম্য। আসুন সকল ভেদাভেদ ভুলে বিএনপির দলকে শক্তিশালী করি।
১১ জানুয়ারি বিকেলে ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যানে নওগাঁর ধামইরহাটের জাহানপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ৪৭-নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী, সাবেক সহ-সভাপতি নওগাঁ জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন মোঃ শাহদত হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পত্নীতলা থানার বিএনপি নেতা আবু তাহের চৌধুরী মন্টু। জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসান, ফেরদৌস হাসান, যুগ্ন আহবায়ক ধামইরহাট উপজেলা বিএনপি।
এসময় পত্নীতলা ও ধামইরহাট থানা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *