চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ভারতে পালানোর জন্য আত্মীয় বাড়ি এসে মহাদেবপুরে আটক

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর : চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ভারতে পালানোর জন্য আত্মীয় বাড়ি এসে মহাদেবপুর থানা পুলিশের হাতে  আটক হয়েছে। তার নাম আব্দুল্লাহ আল আহসান (২৪)
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে মহাদেবপুর থানার ওসি হাশমত আলীর নেতৃত্বে যৌথবাহিনী তাকে আটক করে।
তিনি চট্টগ্রাম মহানগরীর চাটগাঁ থানার বহদ্দারহাট বাড়ইপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের চান্দগাঁও ৬ নং পূর্ব ষোলশহরের ওমর আলী রোডে বসবাস করেন। তিনি চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন যে, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
মহাদেবপুর থানার ওসি জানান, আটক আব্দুল্লাহ আল আহসান চান্দগাঁও থানার মামলা নং ১৮ তারিখ ২১-৮-২৪, মামলা নং ২, তারিখ ৮-৯-২৪ এবং মামলা নং ৩৩ তারিখ ২৫-৯-২৪ এর এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে হত্যাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাদানের মামলা রয়েছে।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published.