জয়পুরহাটের দুই উপজেলায় বিজয়ী হলেন যারা

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহারহাট সদর ও পাঁচবিবি উপজেলায় আসন্ন দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা শেষে দুই উপজেলায় দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার(২১মে) সন্ধ্যা রাতে, জেলা রিটার্নিং কর্মকর্তা তাদের নির্বাচিত ঘোষণা করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায,জয়পুরহাট সদর উপজেলায় মো. হাসানুজ্জামান মিঠু(মোটরসাইকেল)প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তিনি পেয়েছেন ৪৪ হাজার ৪৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছুদ (আনারস)প্রতীকে পেয়েছেন ৩৬হাজার ৯৭৯ভোট।
ও পাঁচবিবি উপজেলা পাঁচ পুরুষকে হারিয়ে সাবেকুন নাহার শিখা(ঘোড়া)প্রতীকে নিয়ে  ৩৮হাজার০৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক(আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১হাজার ৬৪৭ভোট।
এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা শেষে  এসব তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট জেলা  জেলা নির্বাচন অফিস৷

Leave a Reply

Your email address will not be published.