নওগাঁ সদর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ

হাছান ফজলে রাব্বি, নওগাঁঃ সম্মান আদায়ের অধিকার জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, এসো ভালবাসি দেশকে, দেশের মানুষ কে, যাদের দুঃখের শেষ নাই। এই স্লোগানকে সামনে রেখে,

দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে ৫০ নওগাঁ-৫ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ।
নওগাঁ রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত নওগাঁ জেলা নির্বাচন অফিসার তরিফুজ্জামন।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, বলেন, আমি বারবার নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি নিবাচিত হওয়ার কারণে, জনগনের সাথে ব্যপক জনপ্রিয় হয়ে উঠি। আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন চেয়েছিলাম। আমাকে দলীয় মনোনয়ন না দেওয়াই কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থিতার ঘোষনা দেই।
আমি বার বার আওয়ামীলীগ থেকে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চেয়েও  পাইনি। তাই আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ বলেন আমি নির্বাচিত হলে নওগাঁ পৌরসভা ও ১২টি ইউনিয়নে সরকারের উন্নয়ন ধারা অব্যহত রাখতে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.