মুরব্বির পরামর্শেই রেজা কিবরিয়াকে দলে নিয়েছিলেন- নুরুল হক নুরু

কালের সংবাদ ডেস্কঃ রেজা কিবরিয়া ও নুরুল হকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে বেশকিছুদিন ধরেই। বিভিন্ন সময় তা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি গণ অধিকার পরিষদের শীর্ষ এই দুই নেতা একে অপরের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ করেন।

তাঁরা নিজ নিজ ফেসবুক পাতায়ও পোস্ট দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পাল্টাপাল্টি বহিষ্কারের ঘোষণার পর গত শনিবার গণ অধিকার পরিষদের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নুরুল হক বলেন রেজা কিবরিয়ার কারণেই ২৬ বছরের গণফোরাম ভেঙেছে। তিনি ২-৩ জন মুরব্বির পরামর্শে রেজা কিবরিয়াকে দলে নিয়েছিলেন। এখন মনে হচ্ছে কেউ কেউ অসৎ উদ্দেশ্যে বিশেষ অ্যাজেন্ডা নিয়ে এটি (রেজা কিবরিয়াকে নেওয়ার পরামর্শ) করেছিলেন।

মোসাদ বা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে কোনো বৈঠক হয়নি দাবি করে নুরুল হক বলেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব অপপ্রচার করছেন। গণ অধিকার পরিষদ ইসলামপন্থী ও বামপন্থী সবাইকে রাস্তায় নামাতে পেরেছে। ইসলামি মূল্যবোধের মানুষের কাছে গণ অধিকার পরিষদকে বিতর্কিত করতে মোসাদের কথা আনা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.