রুমায় বিএনপি’র আলাদা আলাদা দু’গ্রুপের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শৈহ্লাচিং মারমা রুমা প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে সাচিং প্রু জিরীকে আহ্বায়ক ও জাবেদ রেজা’কে সদস্য  সচিব  নির্বাচিত করায়  রুমা উপজেলায় বিএনপি’র দুই গ্রুপে আলাদা আলাদা করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে ।
সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
  বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবান জেলার বিএনপি নবগঠিত কমিটি ঘোষণার পরও  রুমা উপজেলায় আলাদা আলাদা দুটি গ্রুপে করে আনন্দ মিছিল ও মিষ্টির বিতরণের ঘটনায় উপজেলা বিএনপি মধ্যে বিভক্ত আবারও প্রকাশে এলো।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে এ বিভক্ত অবসান ঘটিয়ে দু’ গ্রুপের মধ্যে একত্রিতকরণের বিএনপির হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করছেন-  মাঠ পর্যায়ে পর্যবেক্ষকসহ নেতাকর্মীরাও। অন্যথায় দুই গ্রুপের দ্বন্দ্বে বিএনপির যেকোনো কর্মসূচি বাস্তবায়নের বাধাগ্রস্থের আশঙ্কা রয়েছেন বলে মনে করছেন অনেকে।
প্রসঙ্গত; রোববার (২ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী  দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।  এতে সাবেক সাংসদ   বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈপ্রু চৌধুরীর দ্বিতীয় সন্তান সাচিংপ্রু  জিরীকে আহবায়ক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র  মোহাম্মদ জাবেদ রেজা’কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠনের কথা  জানানো হয়।
বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
তার সাথে দলকে চাঙ্গা করতে সকলে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দে আবহে আশাবাদ ব্যক্ত করছেন।
বিএনপি’র নেতা কর্মীরা জানায়, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।  এতে জেলায় দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়।  তা উপজেলা পর্যায়ে গড়ায় এই দ্বন্দ্ব। এই অবস্থায় বিগত সাত বছর এই সুযোগ কাজে লাগায় বান্দরবান আওয়ামী লীগের সাংসদ বীর বাহাদুর।।
 এদিকে জেলার বিএনপি’র নবগঠিত কমিটিতে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীকে আহবায়ক করায় তাঁর সমর্থিত নেতাকর্মীর একটি  অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আয়োজন করে। এতে নেতৃত্ব দেন বিএনপি’র নেতা থুইসাঅং মার্মা, লাল কিম বম, পলাশ চৌধুরী ও মেম্বার উচহ্লা মার্মা।  অন্যদিকে  জেলা বিএনপি’র মাম্যাচিং – জাবেদ রেজা’র সমর্থিত রুমা উপজেলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নবগঠিত আহবায়ক কমিটিতে জাবেদ রেজাকে সদস্য সচিব করায় কেন্দ্রিয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি হয়েছে। রয়্যালিটি রুমা বাজার সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার শেডের প্রাঙ্গনে এসে সমবেত হয়।  পাইন্দু ইউপি সাবেক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা থোয়াইচিং অং মার্মা, মোহাম্মদ ইদ্রিছ মিয়া, লুপ্রু মারমা, ক্যউসিং মার্মা,  ভানরৌপুই বম ও ডাভিদ বমসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয়রা এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। পরে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ জেলা বিএনপি’র সাবেক সভানেত্রী মাম্যাচিং ও সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রেজা আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.