—”তেলবাজ”—মোহাম্মদ আককাস আলীর অসাধারণ একটি কবিতা

তেলবাজ
কবি- মোহাম্মদ আককাস আলী
সুখে থাকো ”তেলবাজ” ”হাইব্রিড” ‘কাউয়ারা”
মরে যাক ত্যাগিরা।
তোমাদের দিন এসেছে, লুটিয়ে লও
খুটিয়ে খুটিয়ে দেশটাকে খাও
পেটটা ভরিয়ে নাও।
তোমাদের ভীড়ে ত্যাগিরা আছে বড্ড কষ্টে
দুর থেকে তোমরা দেখো আর হাসো
স্বার্থ হাসিলে তোমরা ব্যস্ত।
সুখে থাকো ”তেলবাজ” ”হাইব্রিড” ‘কাউয়ারা”
তোমরা এখন গায়ে আওয়ামীলীগের ‘তকমা’ লাগাতে ব্যস্ত,
১৫ আগষ্ট,১৯৯৬, ওয়ান-ইলেভেনসহ দলের দুঃসময়ে করেছিলে কঠোর সমালোচনা
তোমরা এখন বঙ্গবন্ধুর জন্য চোখের জলে কাঁটাও সারা বেলা।
দুর্দিনে লড়েছিল ত্যাগিরা, নিবেদিত প্রাণ ছিল
আন্দোলন, সংগ্রামে, শ্লোগানে, মিছিলে রাজপথ কাঁপিয়েছিল,
”তেলবাজ” ”হাইব্রিড” ‘কাউয়ারা”
ওই দিন কোথায় ছিলে?
সবাই এখন আওয়ামীলীগে নাম লিখাতে ব্যস্ত
সবার উপরে ওদের ভালো অবস্থান
”তেলবাজ” ”হাইব্রিড” ‘কাউয়াদের দাপটে
ত্যাগিরা কোণঠাসা,
তবুও অন্ধকারে চোখে দেখে
নতুন আলো ফুটবে; বুক ভরা তাদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *