খন্দকার নজরুল ইসলাম মিলন মাগুরা প্রতিনিধি:. স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা আব্দুল গণি এ.জি একাডেমির শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার মাগুরা ঐতিহাসিক নোমানি ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শতবর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: অহিদুল ইসলাম, জেলা প্রশাসক, মাগুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নেয়ামত উল্ল্যা ভুইঁয়া, সিনিয়র সচিব,বাংলাদেশ পরিকল্পনা কমিশন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব, (এপিডি)জনপ্রশাসন মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রনালয়। ডা: সিমিন মজিদ আখতার,চিফ মেডিকেল অফিসার, প্রভা হেলথ বাংলাদেশ লি.। প্রফেসর ড. জাহাঙ্গীর এ.খান সোহেল, সুইডেন বিশ্ববিদ্যালয়। প্রকৌশলী আনজির আহমেদ, প্রকল্প পরিচালক, বাংলাদেশ পোস্ট অফিস। প্রকৌশলী খায়রুল আনাম,বিশিষ্ট ব্যবসায়ী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আলী আহমেদ, আহবায়ক মাগুরা জেলা বি এন পি ও মো: মনোয়ার হোসেন খান, সদস্য সচিব মাগুরা জেলা বি এন পি। অনুষ্ঠানটি কয়েকটি পর্বে সাজানো হয়েছিলো , অনুষ্ঠান সুচির ১ম পর্ব শুরু হয় সকাল ৭:৩০ মিনিটে এ পর্বের মধ্যে ছিলো, স্কুল প্রাঙ্গন হতে গেঞ্জি ও টুপি সংগ্রহ, স্কুল প্রাঙ্গণ হতে সকালের নাস্তা সংগ্রহ, বর্ণাঢ্য র্যালি র্যালিটি স্কুল চত্বর হতে শুরু হয়ে ভায়না মোড়,ঢাকা রোড,চৌরঙ্গীমোড় হয়ে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত অত্র প্রতিষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান রাব্বি ও অন্যান্য শহীদ এবং অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র – শিক্ষক ও বর্তমান ছাত্র -শিক্ষক, দাতা ও প্রতিষ্ঠাতাদের জন্য দোয়া। অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে এই পর্বের শুরুতে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, প্রাক্তন ও বর্তমান শিক্ষক – কর্মচারীগণের ছবি পরিচিত গ্যালারী উদ্ভোদন, অনুষ্ঠান উদ্ভোদন ( পায়রা ও বেলুনের মাধ্যমে), প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণ, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা থকে পাঠ, আহবায়কের স্বাগত বক্তব্য, প্রধান শিক্ষকের বক্তব্য, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান বক্তার বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে সম্যাননা ক্রেস প্রদান করেন, প্রধান অতিথি তিনার বক্তব্যে সকল ছাত্রদের উদ্দেশ্যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ও মায়ের মর্যাদা এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ৩য় পর্ব ৩:৩০ মিনিটে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয় এবং ৪র্থ পর্বে সন্ধ্যা ৬ ঘটিকায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।