মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: অসহায় শীতার্থ মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়ালো মহাদেবপুর উপজেলা প্রেসক্লাব।
প্রতিবছরের মত এবারও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলীসহ উপজেলা প্রেসক্লাবের সদস্যগণ কম্বল নিয়ে ওইসব প্রবীণ অসহায় শীতার্থদের গায়ে তুলে দেন শীতবস্ত্র। তীব্র শীতে আক্রান্ত প্রবীণেরা কম্বল পেয়ে খুব খুশি। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আককাস আলী জানান, এবার উপজেলা প্রশাসন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবকে ১০টি কম্বল দিয়েছেন। গত বছর দিয়েছিলেন ২০টি কম্বল। ওই বছর অসুস্থতার কারণে ২০টি কম্বল নিজ হাতে দিতে না পারায় অসহায় শীতার্থরা আমার ভিজিটিং কার্ডের টুকুন নিয়ে উপজেলা প্রশাসনের হাত থেকেই সংগ্রহ করেন। তবুও আমি খুশি ছিলাম ওইসব অসহায় শীতার্থদের পাশে থাকতে পেরে।