শৈহ্লাচিং মারমা, রুমা প্রতিনিধিঃ আওয়ামী লীগের সাথে গোপনে আঁতাতে বিএনপি’তে না আসতে পারে, এটা স্থানীয় লোকজনের কথা তথা বিএনপির দাবি। এই বিষয়টি বিএনপি নেতাকর্মীদের দেখভালের জন্য আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চনুমং মার্মা।
রুমার বিএনপি এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বান্দরবান জেলার সভাপতি মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজা’র রুমা উপজেলা আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শনিবার (২৫ জানুয়ার) দুপুর ১২টায় রুমা বাজার শেডে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রুমা বিএনপি সহ-সভাপতি ও পাইন্দু ইউপির সাবেক চেয়ারম্যান থোয়াইচিং অং মার্মার সভাপতিত্বে এতেবিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যো উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলার সাধারণ সম্পাদক এডভোকেট উম্যাসিং মারমা ও রোয়াংছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মাওসেতুং তঞ্চঙ্গ্যা, রুমা উপজেলা বিএনপির সহ-সভাপতি লুপ্রু মারমা , রুমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়া, বিএনপি নেতা ও ক্রমশ সদর ইউপি মেম্বার মিমং মারমা, বান্দরবান সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অংচমং মার্মা, গালেঙ্গ্যা ইউপি বিএনপির সভাপতি উচমং মার্মা,বাংলাদেশ জাতীয় বৌদ্ধ ঐক্যফ্রন্টের যুগ্ম আহবায়ক সাচিং মার্মা, রুমা বিএনপি মহিলা দলের লালকুং বম, রুমা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ক্যউসিং মার্মা, তরুণ দলের সাবেক নেতা চসিংঅং মার্মাসহ জেলা ও উপজেলা বিএনপিসহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই প্রস্তুতি সভায় মোহাম্মদ আরিফ উদ্দিনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ভানরৌপুই বম।
পরে রুমা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
রুমা বাজার থেকে এলাকা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার সেডের প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।