মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর: জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা প্রতিনিধি মোহাম্মদ আককাস আলীর মুখে কেক তুলে দিচ্ছেন সম্পাদক মো.সোহেল রানা।
শুক্রবার সকাল ১০টায় সারা দেশের এক ঝাঁক সংবাদ কর্মীদের নিয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মেলায় পরিণত হয়েছিলো। প্রতিষ্ঠা বার্ষিকীর আগে দেশের বিভিন্ন জেলার সংবাদ প্রতিনিধিরা সেলফিতে মেতে ওঠে। ২৭ শে সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল দশটায় পল্টন টাওয়ারে চতুর্থ তলায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার (ভারপ্রাপ্ত)সম্পাদক মো. সোহেল রানা প্রতিটি প্রতিনিধিকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা করেছেন যা সবার দৃষ্টি কেড়ে নিয়েছে।