মোহাম্মদ আককাস আলী, প্রতিনিধি মহাদেবপুর :
আত্রাই নদীর বুক চিরে গড়ে উঠেছে সবুজের সমারোহ।
নদীর দুই তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে দোল খাচ্ছে সবুজ পাতা।কোথাও ভুট্টা কোথাও আলু কোথাও বাদামসহ বিভিন্ন রবিশস্যে এখন দোলা খাচ্ছে কৃষকের স্বপ্ন।
বর্ষা মৌসুমে নদীতে পানি থৈ থৈ করলেও শুস্ক মৌসুমে নদীর চরসহ দুই কূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা ফসল উৎপাদন করে থাকে। আত্রাই নদীর চরে যেসব এলাকায় সবুজের সমারোহ সেগুলি হচ্ছে মহাদেবপুরের কুঞ্জবন এলাকা,রামচন্দ্রপুর, শিবগঞ্জ,পাটাকাটা,মান্দা এলাকার শলিয়া, তাড়ানগর, বাউল্লা, রায়পুর, শাহাগোলা, জাতোপাড়া, ভোঁপাড়া মহাদিঘী, কাশিয়াবাড়ি, ভরতেঁতুলিয়া,চৌরবাড়ি, বেওলা, কুমঘাট, মধুগুড়নই, পাঁচুপুর, মালিপুকুর, পারগুড়নই, গুড়নইসহ বিভিন্ন এলাকার কৃষকেরা নদীর তীরে তাদের জমিতে আলু, ভুট্টা, বাদামসহ বিভিন্ন প্রকারের ফসল ও শাকসব্জি চাষ করেছেন।এসব এলাকার নদীর দুই তীর এখন সবুজে ছেয়ে গেছে।বিশেষ করে আলু ভুট্টা ও বাদামের সবুজ গাছ কৃষকদের চোখে মুখে হাসির ঝিলিক ফুটিয়ে তুলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, এ অঞ্চলের কৃষকরা যাতে রবিশস্য উৎপাদনে উৎসাহিত হন এ জন্য মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিরলসভাবে কৃষকদের পরামর্শ প্রদান করছেন।এবার বিপুল সংখ্যক কৃষকদের আমরা রবিশস্য উৎপাদনে কৃষি প্রণোদনা সহায়তা প্রদান করেছি।সেই সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে ফসল উৎপাদনেও আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।