আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বিরুদ্ধে বিভিন সংবাদপত্রে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানবন্ধন কর্মসূচীতে দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহন করন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের সংগঠনের সভাপতি এবিএম আলাউদ্দিন মাতুবরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা যুবদলর আহবায়ক ও পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির,শিক্ষক মাওলানা মাোঃ আলামিন ও শিক্ষক মোঃ নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,আমরা অনেক শিক্ষক যারা ২৫-৩০ বছর ধরো বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করে আসছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে এমপিওভুক্ত ঘোষনার পর আমরা যখন কাজ শুরু করছি তখন এক শ্রেণির কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে কিছু বিপদ গামী গনমাধ্যমের কর্মী বিভ্রান্তিমূলক অসত্য সংবাদ প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *