আল্লাহর আনুগত্যে আশেকের আরাধনা!
– কবি গুলজার রহমান
আল্লাহর আনুগত্যে আশেকের আরাধনা
আল্লাহর আলোতে আঁকি আলপনা।
আরশের আরশিতে আশেকানের আয়োজন
আয়োযোগের আহব্বানে আল্লাওয়ার আমন্ত্রন।
আল্লাহর আনুগত্যে আশিকের আলাপন
আল্লাহর আস্তিকতায় আনে আত্মসমর্পণ।
আকাশের আরশিতে আল্লাওয়ালার আস্তানা
আল্লাহর আশার আলোতে আকণ্ঠ আরাধনা।
আল্লাহতে আস্তিকের আমোলের আবর্তন
আল্লাহর আদেশে আবেহায়াতের আমন্ত্রন।
আল্লাহর আশেক আদমের আন্তরিক আবাসন
আল্লাহ আমাদের আসা আকাঙ্খার আস্তাভাজন।।