মো. হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। মানববন্ধন শেষে ঈশ^রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
তারাটি নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হুদা’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শাহ্ নুরুল কবির শাহিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সানেয়ার পারভেজ তাসাদ্দাক পিন্টু, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক আনোয়ারুল হক খোকা, আলমগীর কবীর, মো. আল আমিন, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, সাদ্দাম হোসেন, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করি। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের শিক্ষকেরা কেন দশম গ্রেড পাবেন না। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত হলে এর কিছুটা সমাধান সম্ভব।