ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৫

মো. হুমায়ুন কবির ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এরমধ্যে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকা উত্তমপুর গ্রামের বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজাসহ গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের নয়ন মিয়া (৩৫) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মইখালী উত্তরপাড়া গ্রামের হাজী আব্দুর রউফ এর পুত্র সাদিক মোল্লাকে (২১) পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর ২০১৬ সালের বহুল আলোচিত গাজীপুর জেলার জয়দেবপুর থানার চাঞ্চল্যকর টুটুল হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে র‍্যাব-১৪ এর সহযোগিতায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার ভোর রাতে যৌথ অভিযান চালিয়ে নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামী, সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত ও মাদক মামলার আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.