ঈশ্বরদীতে ইন্টারনেট ও কেবল নেটওয়ার্ক অফিসে আগুন

আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ইন্টারনেট ও কেবল নেটওয়ার্ক অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত কাল  ১ মার্চ (শুক্রবার) বিকেল ৩টায় ঈশ্বরদী কেবল নেটওয়ার্ক (আইসিএন) এর মুলাডুলি শাখার ডিস কেবল ও ইন্টারনেট অফিস আগুনে পূড়ে ভস্মিভূত হয়েছে।
ধারণা করা হচ্ছে এতে ওই প্রতিষ্ঠানের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আইসিএন এর মুলাডুলি শাখার পরিচালক আবু তালেব জোয়ার্দ্দার জানান, বিকেলে হঠৎ করেই আচমকা এ আগুন লাগে। এতে অফিসে রক্ষিত মোটরসাইকেল, দামী বিভিন্ন মেশিনসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়। বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী আইসিএন এর পরিচালক কাজল সরদার বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে ওই এলাকায় এখনো কেবল ও ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দ্রুত লাইন মেরামতের চেষ্টা চলছে। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়ার কারণে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ অজিত কুমার তালুকদার মুঠোফোনে জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো যাবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published.