ঈশ্বরদীতে পৃথক অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যাবসায়ী আটক

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে পৃথক অভিযানে ১৩০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্প সদস্যরা।
আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ (সেন্টারপাড়া) পাড়ার এলাকার মৃত খেদ আলী মন্ডলের ছেলে মোঃ রবিউল ইসলাম রবি (৩৫), একই এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান রাসেল(২৭), চুয়াডাঙ্গার দর্শনার মোবারক পাড়ার রুস্তম মোল্লার ছেলে তুবেল মোল্লা (২৮) ও একই উপজেলার শান্তিনগর এলাকার মৃত পিরু মিয়ার ছেলে মোঃ মাসুম মিয়া (৩০)।
২৯ জানুয়ারী সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান।
র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান জানান, র‍্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) নির্দেশনায় রোববার রাতে পাবনার ঈশ্বরদীর কালিকাপুর বাজারস্থ পাবনা-ঈশ্বরদী মহাসড়কের নবাব মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট, ৩ টি সিমকার্ড ও নগদ ৪৮০ টাকাসহ দুই কারবারিকে আটক করা হয়। একই দিনে ঈশ্বরদীর কালিকাপুর সুগারমিল মোড়ের রাস্তায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল ফোন সেট, ৪ টি সিমকার্ডসহ দুইজনকে আটক করা হয়। আটক প্রত্যকেই মাদক কারবারী। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.