আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। পাবনার ঈশ্বরদীতে বর্ধিত পৌর কর বাতিলের দাবিতে মার্চ টু ইউএনও কর্মসূচি পালন করেছে। এবং সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ঈশ্বরদীর পৌরবাসী।
রবিবার সকালে শহরের ১নং গেটে সচেতন নগর বাসী ফোরামের আয়োজনে এই মার্চ টু ইউএনও সমাবেশ করা হয়। এসময় ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আ.ফ.ম.রাজিবুল আলম ইভান ও সদস্য সচিব জুয়েল হোসেন সোহাগসহ নগর বাসির অনেকেই বক্তব্য রাখেন।
বক্তব্যে নগরবাসী বলেন, বাসা বাড়ি দোকান ঘরের হোল্ডিং ট্যাক্স, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি, রিকশা ও আটোরিকশার লাইসেন্স ফি, পৌরের বিভিন্ন সেবা ফি বা কর বৃদ্ধি করা যাবে না এবং পূর্বের কর বহাল থাকবে।
এসব ফির তালিকা ওয়েবসাইট প্রকাশ করতে হবে। এবং বিগত ১০ বছরে পৌরসভার যত অনিয়ম, দুর্নীতি হয়েছে তার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশ শেষে নগরবাসী শহর থেকে একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা লিখিত স্মারকলিপি জমা দেন।